Posts

Showing posts from November, 2020

হুগলী নাম হল কীভাবে ? নামকরণের পিছনে কোন রহস্য ? কলমে - রিয়া দাস

Image
এই জেলার নাম   ‘ হুগলী ‘ হল কীভাবে সেই প্রসঙ্গে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন যুক্তির অবতারণা করেছেন।কিন্তু কেউই সুস্পষ্টভাবে প্রামাণ্য কোন তথ্য প্রমাণ দেখাতে পারেন নি।প্রতিটি জেলায় একে অন্যের থেকে যেমন ভূমিরূপে আলাদা ; তেমনি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকেও স্বতন্ত্র।            বর্ধমানের দক্ষিণাংশকে বিচ্ছিন্ন করে ১৭৯৫ সালে ইংরেজ রা প্রশাসনিক কারনে হুগলী জেলা তৈরি করে ছিল। হাওড়া তখনও হুগলী জেলার অংশ ছিল। জেলা বলতে কত গুলো থানার সমষ্টি। মহকুমার ধারণা তখনও জন্ম নেয় নি। পঞ্চদশ শতাব্দীতে হুগলীর অস্তিত্ব ছিল না   ;   হুগলীর যাবতীয় ব্যবসা বাণিজ্য স্মরণাতীত কাল থেকে সপ্তগ্রাম অবধি একমাত্র ছিল। সপ্তগ্রামের যখনই অবনতি দেখা দিতে শুরু করল তখন পর্তুগিজ বণিকদের যত্নেই এই শহরের গোড়া পত্তন হয়   ; পর্তুগিজগণ এখানে প্রতিষ্ঠিত হবার পর গোলাঘাটে একটি দুর্গ নির্মাণ করে এবং এই দুর্গ থেকেই আধুনিক হুগলী শহরের উদ্ভব হয়েছে।   ভাগীরথী তীরবর্তী যে সমস্ত জায়গায় ইউরোপীয় বণিক গণ উপনিবেশ স্থাপন করেছিল। তার মধ্যে এই জায়গাটি সর্বাপেক্ষা প্রাচীন। পর্তুগিজ দের বাণিজ্য কুঠি এখানে সংস্থাপিত হওয়ার আগে