পুরনো কেল্লার পুরনো গল্প - অথ ফোর্ট উইলিয়াম কথা [তৃতীয় পর্ব]

"অনেক ধুলোয় মলিন পা তার অনেক ধোঁয়ায় ঝাপসা দুটি চোখ। আমার শহর ভুলে গেছে তার জীবনের আদি পরম শ্লোক।" - প্রেমেন্দ্র মিত্র পুরনো কেল্লা ছিল কাগুজে কেল্লা, তার না ছিল কোন পরিখা না ছিল সামান্য প্যালিসেডের ঘের। চারদিকের চারটি বুরুজে এবং প্রাকারে কামান বসানো থাকতো বটে, এইটুকুই! কিন্তু সাদামাটা হলেও সে আমলের ছবিগুলি দেখে এটুকু বিশ্বাস করাই যায় যে গঙ্গার তীরে বেশ মনোরম দৃশ্য তৈরি করতো পুরনো কেল্লাটি। কেল্লার প্রাকারগুলি একটি অসমবাহু চতুর্ভুজ তৈরি করেছিল। এর পূর্ব প্রাকার ছিল পশ্চিম প্রাকারের চেয়ে দীর্ঘ আবার দক্ষিণ প্রাকারটিও ছিল উত্তর প্রাকারের চেয়ে লম্বা! ‘দ্য স্টোরি অফ দ্য ভাইসরয়’স অ্যান্ড গভর্নমেন্ট হাউসেস’ গ্রন্থে লর্ড কার্জন প্রথম কুঠির বর্ণনা দিয়ে লিখেছিলেন, “The Factory building itself was two storeys in height, all the main apartments being upon the upper floor. On entering by the main doorway on the riverside, you turned to the left and ascended by the great staircase to the central hall, from which the principal buildings, lit by very long windows, branched out on eith...